পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে নৌকাবাইচ

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ দুর্গাপূজা উপলক্ষ্যে পাইকগাছায় নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার হিন্দু ধর্মাবলম্বীদের নবমীর দিনে আমুড়কাটস্থ কড়লিয়া নদীতে অনুষ্ঠিত নৌকাবাইচ প্রতিযোগিতায় ৫ টি নৌকা অংশ নেয়। সোলাদানা ইউনিয়নের ৯টি মন্দির কমিটি এ বাইচ প্রতিযোগিতার আয়োজন করে। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র নেতা এসএম এনামুল হক। আমুরকাট সর্বজনীন মন্দির কমিটির সভাপতিত্বে নৌকাবাইচ প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানে প্রধান অতিথি এসএম এনামুল হক বিজয়ীদের মাঝে ২০ হাজার,১৫ হাজার ও ১০ হাজার টাকা ও সান্ত¡না পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা দেওয়া হয়। প্রতিযোগিতায় রতœতরী প্রথম,রিয়া নৌকাতরী দ্বিতীয়, আলমশাহী নৌকাতরী তৃতীয় ও স্বপ্নতরী চতুর্থ স্থান অধিকার করে। পুরস্কার বিতারণী অনুষ্ঠানে অতিথি ছিলেন,কয়রা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড,মোমরেজুল ইসলাম ও যুবদল খুলনা জেলা সাবেক সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েত।