চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার।। যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিনুর রহমান (৩৫) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার চাঁদপাড়া গ্রামের চৌগাছা-মহেশপুর সড়কের ফাঁসতলা বাজারে এ ঘটনা ঘটে। মৃত শাহিনুর রহমান উপজেলার নারায়নপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের আবু বক্করের ছেলে। এ দিন সকাল থেকে তিনি ফাঁসতলা বাজারে নিজের বাড়ি তৈরির কাজ করছিলেন। দুপুরের খাবার খেয়ে কাজ করার সময় এ ঘটনা ঘটে।

চাঁদপাড়া গ্রামের মেম্বর আবু সালাম জানান, শাহিনুর রহমান চৌগাছা-মহেশপুর সড়কের ফাঁসতলা বাজার নামক স্থানে নতুন বাড়ি তৈরির কাজ করছিলেন। দুপুরের খাবার খেয়ে আবার কাজ করছিলেন এ সময় সাইড লাইন নেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে এ ঘটনার শিকার হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সাইদুর রহমান ইমন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ ঘটনা নিশ্চিত করেছেন।