জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা কাবাডি ছাত্রতে চান্দুটিয়া মাধ্য. বিদ্যালয় ও ছাত্রীতে আদর্শ বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন

0

স্টাফ রিপোর্টার || যশোর সদর উপজেলায় ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের মিউনিসিপ্যাল প্রিপাইটরি মাধ্যমিক বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন রুপদিয়া ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহুরুল পারভেজ, শংকপুর মাধ্যমিক বিদ্যালয়েরে প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মিউনিসিপ্যাল প্রিপাইটরি মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক আমিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা একাডেমি সুপার আশিক আহমেদ।

প্রতিযোগিতায় কাবাডি ছাত্রতে সি.এ.জি.এম মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং রুপদিয়া ওয়েলফেয়ার একাডেমী রানাসআপ হয়। কাবাডি ছাত্রী প্রতিযোগিতায় যশোর আদর্শ বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং নিউটাউন বালিকা বিদ্যালয় রানাসআপ হয়। অনুষ্ঠানে বিজয়ীদের মাধ্যমিক শিক্ষা অফিসার এম রবিউল ইসলাম পুরস্কার তুলে দেন।