জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান ভবদহের মানুষের সংকট নিরসনের আশ্বাস পানি সম্পদ উপদেষ্টার

0

স্টাফ রিপের্টার ॥ ভবদহ ও তৎসংলগ্ন বিল এলাকার জলাবদ্ধতা দূরীকরণসহ বিভিন্ন দাবিতে গতকাল যশোওে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান নেন জলমগ্ন এলাকার বাসিন্দারা। অবস্থান কর্মসূচিকালে আন্দোলনকারীদের সাথে ভার্চুয়ালি যুক্ত হন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি তার বক্তব্যে সংকট নিরসনের আশ্বাস দেন। অপরদিকে স্মারকলিপি গ্রহণকালে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, জলাবদ্ধতা নিরসনের কোন প্রকল্পে এবার বিগত সরকারের মতো কোন দুর্নীতি হবে না।

গতকাল রোববার দুপুর ১২টা থেকে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির ব্যানারে লাঙল, মই ও আঁচড়াসহ অবস্থান করেন তারা। এ সময় ভবদহবাসী ‘পানি সরাও, মানুষ বাঁচাও’ স্লোগানে দিতে থাকেন। এ সময় পানি সম্পদ ও পরিবেশ উপদেষ্টা ড. সৈয়দা রিজওয়ানা হাসান আন্দোলনকারীদের সাথে ভার্চুয়ালি যুক্ত হন। উপদেষ্টা আন্দোলনকারীদের যৌক্তিক দাবি মেনে ভবদহের স্থায়ী সমাধানের আশ্বাস দেন। প্রায় ঘণ্টা খানেক অবস্থানের পর জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম তার কার্যালয় থেকে নেমে এসে স্মারকলিপি গ্রহণ করেন। জেলা প্রশাসক স্মারকলিপিটি যথাযথ স্থানে পাঠিয়েদেবেন বলে জানান। স্মারকলিপি তুলে দেন সংগঠনটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালী।

অবস্থান কর্মসূচি চলাকালে নেতৃবৃন্দ বলেন, জনপদের অবর্ণনীয় দুঃখ-দুর্দশা, ফসল- বসতবাড়ি-জানমালের ক্ষয়ক্ষতির সঙ্গে জড়িত পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, আমডাঙ্গা খাল সংস্কার প্রকল্প দ্রুত বাস্তবায়ন ও কাজের স্বচ্ছতা আনতে সেনাবাহিনীর তদারকি আন্দোলনকারী সংগঠনগুলোর নেতৃবৃন্দের সমন্বয়ে সম্পন্ন করতে নতুন সরকারকে এগিয়ে আসতে হবে। তারা বলেন, ভবদহ এলাকার লাখ লাখ একর জমি পানির নিচে, হাজার হাজার ঘরবাড়ি জলমগ্ন, স্কুল-কলেজে পানি। এমন পরিস্থিতিতে লাগাতার অবস্থান কর্মসূচি নিতে বাধ্য হয়েছেন জানিয়ে তারা বলেন, যতক্ষণ পর্যন্ত জলমগ্ন ভবদহবাসীর পক্ষে ফলাফল না আসবে, ততক্ষণ এখানে অবস্থান করবো।

এসময় বক্তব্য রাখেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবীর জাহিদ, আহবায়ক রণজিৎ বাওয়ালী, যুগ্ম আহবায়ক গাজী আব্দুল হামিদ, সদস্য সচিব অধ্যাপক চৈতন্য পাল, আমিনুর ইসলাম হীরু, জিলুর রহমান ভিটু, কানু বিশ্বাস, অনিল কুমার বিশ্বাস, তসমিলুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়ক রাশেদ খান প্রমুখ।

এদিকে অবস্থান কর্মসূচি চলাকালীন সময় সেখানে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবীর জাহিদের মোবাইলে ভার্চুয়ালি যুক্ত হন পানি সম্পদ ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা ড. সৈয়দা রিজওয়ানা হাসান। এসময় তিনি ভবদহ সংকট নিরসনের আশ্বাস দেন ও ভবদহ অঞ্চল পরিদর্শন করবেন বলেও জানান।

উপদেষ্টা জানান, আগামী সপ্তাহে ভবদহ অঞ্চলে পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিবসহ পানি উন্নয়ন বোর্ডের শীর্ষ কর্মকতারা পরিদর্শন যাবেন। এরপরই আসন্ন দুর্গা পূজা শেষে তিনি সফর করবেন বলে নিশ্চিত করেন। এসময় তিনি বলেন, ভবদহ সমস্যা নিয়ে আমার দীর্ঘদিনের জানাশোনা আছে। সেখানকার বিপুল সংখ্যক মানুষ যুগযুগ ধরে অবর্ণনীয় কষ্ট করছেন সেটি অজনা নয়। এটি আর চলতে পারেনা। এখানকার ভুক্তভোগীরা যে প্রক্রিয়ায় এটির সমাধান চায় সেটি বর্তমান সরকারের পক্ষ থেকে করা হবে।

তিনি বলেন, ভবদহ অঞ্চলের খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য নিরাপত্তার পাশাপাশি এনজিও ঋণের বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেয়া হবে। পানি নিষ্কাশন সংগ্রাম কমিটিসহ ওই এলাকার মানুষের সাথে আলাপ আলোচনা করে এর যৌক্তিক সমাধান করা হবে। পানি সম্পদ ও পরিবেশ উপদেষ্টার বক্তব্যর পর আন্দোলনকারীরা সেখানে প্রায় আধা ঘণ্টা ধরে বসে থাকেন জেলা প্রশাসকের অপেক্ষায়।

এসময় জেলা প্রশাসক সেখানে আসতে বিলম্ব করলে আন্দোলনকারীরা নানা স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম তার কার্যালয় থেকে নিচে নেমে এসে স্মারকলিপি গ্রহণ করেন। এসময় তিনি বলেন, নতুন করে আগের সরকারের মতো সিন্ডিকেট তৈরি করে দুর্নীতি করে ভবদহে সংস্কারের নামে কোন দুর্নীতি করতে দেওয়া হবে না।