যুদ্ধের মাঝেই বিয়ে! জেরুজালেমের ভূগর্ভস্থ বাঙ্কারে শ্যাম্পেন হাতে নাচলেন নবদম্পতি

0

লোকসমাজ ডেস্ক ॥  যুদ্ধের মাঝেই শিশু জন্ম নেয়, বোমার আঘাতে নারী শিশুরা মারা যাচ্ছেন ফিলিস্তিনের গাজায়। ইসরাইলের পরিস্হিতিও সুবিধাজনক নয়। লেবানন বা ইরান থেকে ছুটে অসা মিসাইলেপ আঘাত থেকে বাঁচতে সেখানকার বাসিন্দাদেরও মাঝে মাঝে বাঙ্কারে ছুটতে হয়। আবার এরই মধ‍্যে কেউ কেউ বিয়েও করছেন।

খবরে প্রকাশ যুক্তরাষ্ট্রের বাসিন্দা ক্রিস্টিরা এবং শন গিবসন। দুজনেই ক্যাথলিক। ঠিক করেন, পবিত্র নগরী জেরুজালেমে গিয়ে বিয়ে করবেন। সেই মতো কলোরাডো থেকে উড়ে আসেন জেরুজালেমে। ওঠেন হোটেলে। কিন্তু বিয়ের কিছুক্ষণ আগেই হামলা চালায় ইরান। অগত্যা বাঙ্কারেই আংটি বদল। শুধু আংটি বদলটা সারতে পেরেছিলেন ওই দম্পতি। বিয়ের বাকি আচার পালন তখনও বাকি ছিল। চার পাশে তখন কান ফাটিয়ে বাজছে সাইরেন। যে যার মতো ছুটে পালাতে থাকেন। বাকি সকলের সঙ্গে ওই দম্পতিও আশ্রয় নেন জেরুজালেমের এক বাঙ্কারে। তার পর সেখানেই একে অপরের হাত ধরে বিয়ের পোশাক পরে নাচ করেন নতুন বর-কনে। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওর ক্যাপশনে লেখা , ‘আমাদের আনন্দে ভাগ বসানোর ক্ষমতা নেই।’ নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন নেটিজেনরাও। দুইদিনের মধ্যে ভিডিওটি লক্ষাধিক মানুষ দেখেছেন। ইরানের ভয়াবহ মিসাইল হামলাকে উপেক্ষা করে, প্রেমের উদযাপনকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা। ক্রিস্টিরা ও গিবসন লা রিপাবলিকা-কে বলেন, ‘এক বছর আগেই আমাদের জেরুজালেম আসার কথা ছিল। তারপর ৭ অক্টোবর এলো। আমরাও বিয়ে পিছিয়ে দিলাম।’

নবদম্পতি যখন এই কথা বলছেন, আশপাশ থেকে তখন ইজরাইলের আয়রন ডোমের ইরানের মিসাইল প্রতিহত করার শোঁ শোঁ শব্দ ভেসে আসছে। গিবসন সেদিকে আঙুল তুলে বলেন, ‘শুনতে পাচ্ছেন? আমাদের বিয়ে স্মরণীয় হয়ে থাকল।’ এই ভিডিও দেখে এক সমাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘এই দুঃসময়ে এমন একটা সুন্দর গল্প উঠে আসছে দেখে ভাল লাগছে। এই ধরনের আরও কিছু গল্প আমাদের তুলে ধরা উচিত, যাতে এই ভারসাম্যহীন জগতে ভারসাম্য রক্ষা করা যায়।’ অন্য এক জন লিখেছেন, ‘বাকি জীবন এই মুহূর্তটা ভুলতে পারবেন না ওঁরা।’

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া