দামুড়হুদায় ছাগল-ভেড়া পালনের লক্ষ্যে কর্মশালা

0

রিফাত রহমান (চুয়াডাঙ্গা) ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ছাগল ও ভেড়া পালন লাভজনক করার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় খামারিদের নিয়ে বৃহস্পতিবার উপজেলার কোষাঘাটা গ্রামে সেন্টার অন ফার্ম ট্রেনিং রুমে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় রিসোর্সপার্সন ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের প্রাণিসম্পদ কর্মকর্তা ইছা জাকারিয়া ও ডা.আবু সুফিয়ান। কর্মশালার শুরুতে বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ।
এসিডিআই ভোকা প্রকল্পের সমন্বয়কারী সরোয়ার হোসেন শুভর সভাপতিত্বে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।