বাঘারপাড়ায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা ।। কর্মসংস্থান ও দারিদ্রতা দূর করতে ‘প্রযুক্তিভিত্তিক কৃষি’ অগ্রণী ভূমিকা রাখতে পারে। প্রতিবছর ২৬ লাখ বেকার যুবক আমাদের সমাজে যোগ হচ্ছে। এ ব্যাপকসংখ্যক যুবককে সরকারি চাকরির সংস্থান করা সম্ভব নয়। তাই কৃষিতে এদের আগ্রহ সৃষ্টি করতে পারলে দেশে বেকার থাকবে না এবং দরিদ্র জনগোষ্ঠিও কমতে থাকবে।

মঙ্গলবার দুপুরে যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি বিভাগের আয়োজনে তিনদিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমানে এক কেজি ধান উৎপাদনে ২৬লিটার পানি লাগে। প্রযুক্তির মাধ্যমে তা তিন লিটারে নামিয়ে ভূগর্ভস্থ পানির অপচয় রোধ করতে হবে।

ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসডবিøউএম, ডিআই পার্টি) প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের যশোরের উপপরিচালক কৃষিবিদ ডক্টর সুশান্ত তরফদার। বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার, সহকারী কমিশনার (ভ‚মি) ইউসুফ মিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সন্তোষ কুমার অধিকারী, যশোরের কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা আবু তালহা, উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার (ভারপ্রাপ্ত) প্রমুখ।