যশোরের চৌগাছার ঐতিহ্যবাহী পীর বলুহ দেওয়ান মেলার আজ বৃহস্পতিবার ছিল তৃতীয় দিন

0

মুকুরুল ইসলাম মিন্টু (স্টাফ রিপোর্টার চৌগাছা)।। যশোরের চৌগাছার ঐতিহ্যবাহী পীর বলুহ দেওয়ান মেলার আজ বৃহস্পতিবার ছিল তৃতীয় দিন। এদিন বিকালে মেলা অঙ্গনে যেয়ে দেখা যায় মানুষের ঢল।

সব বয়সের মানুষের উপস্থিতিতে মেলা অঙ্গন মুখরিত হয়ে ওঠে। এ সময় মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নদীর পারে যে দেখা যায় স্পিডবোর্ড চলছে নদীর পানিতে। মেলা আয়োজক কমিটি কিছুটা বাড়তি বিনোদনের জন্য এই ব্যবস্থা করেছেন বলে কর্তৃপক্ষরা জানান। মেলায় ঘুরতে আসা শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে জানা যায় বুলু মেলা তাদের প্রাণের প্রিয় মেলা।

তাই প্রতি বছর ভাদ্র মাসের শেষ মঙ্গলবার এলে কোন মাইকিং বা পোস্টার ছাড়াই এই মেলাতে মানুষের ঢল নামে। অন্য দর্শনার্থীদের মত তারাও এখানে বেড়াতে এসেছেন। এবারের মেলার সার্বিক ব্যবস্থাপনায় দর্শনার্থীরা বেজায় খুশি।

আয়োজক কমিটির নেতৃবৃন্দ বলেন আমরা সাধ্যমত মেলায় আগত সকলকে যথাযথভাবে নিরাপত্তা দিয়ে যাচ্ছি। নিরাপত্তার জন্য থানা পুলিশের পাশাপাশি গ্রাম্য পুলিশ ও আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবী নিয়োগ দেয়া আছে। তারা সকলেই খুব আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন।