চৌগাছায় কাল থেকে শুরু পীর বলুহ মেলা

0

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পীর বলুহ মেলা। ইতোমধ্যে মেলার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঐতিহ্যবাহী এই পীর বলুহ মেলা প্রতি ভাদ্র মাসের শেষ মঙ্গলবার শুরু হয়।
ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা এসে তাদের পছন্দের জায়গা নিয়ে দোকান বসানোর কাজ শেষ করেছেন। শিশুদের জন্য হরেক রকমের খেলাধুলার সরঞ্জামে ভরে উঠেছে মেলার মাঠ।
এবারের মেলার বিশেষ আকর্ষণ স্পিডবোট। সদ্য খননকৃত কপোতাক্ষ নদের স্বচ্ছ পানিতে স্পিডবোট ছুটবে এক প্রান্ত হতে অন্য প্রান্তে। মেলার আর একটি অন্যতম আকর্ষণ হচ্ছে কাঠের তৈরি আসবাবপত্র।
মেলায় কাঠের আসবাবপত্র নিয়ে এসেছেন যশোরের মনিরামপুর উপজেলার ব্যবসায়ী আব্দুল্লাহ, শামছুল আলম, মিকাইল হোসেন, রহমত আলী। তারা বলেন, প্রায় এক দশক ধরে তারা এই মেলাতে আসেন এবং ভালো ব্যবসা করে বাড়িতে ফিরে যান। এ বছরও মেলায় কাক্সিক্ষত ব্যবসা হবে বলে আশা প্রকাশ করছেন তারা।
বাজার পরিচালনা কমিটির অন্যতম সদস্য বিএম বাবুল আক্তার এবং কমিটির সভাপতি হবিবর রহমান জানান, বলুহ মেলা হচ্ছে একটি গ্রামীণ মেলা, যা যুগযুগ ধরে চলে আসছে। মুসলমানের ঈদ আর হিন্দুদের দুর্গাপূজায় যেমন আনন্দ হয় আমাদের এলাকার সব ধর্মের মানুষের মাঝে এই মেলাকে ঘিরে সেই আনন্দ হয়। ঈদে মেয়ে জামাইকে দাওয়াত দিতে ভুল করলেও মেলাতে মেয়ে জামাইকে দাওয়াত দিতে কেউ ভুল করে না। কমিটির নেতৃবৃন্দ জানান, তারা আশা করছেন আজ সোমবার প্রশাসন মেলা অনুষ্ঠানের অনুমতি দিবে।