প্রীতি ফুটবলে শার্শা ফুটবল একাডেমির জয়

0

নাভারণ (যশোর) সংবাদদাতা॥ মরহুম শিক্ষক দাউদ হোসেন মাস্টারের স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শার্শা উপজেলা স্টেডিয়ামে স্থানীয় ছাত্র ও যুব সমাজের আয়োজনে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলায় অংশগ্রহণ করেন যশোরের অভয়নগর মধুমতি ফুটবল একাদশ বনাম শার্শা ফুটবল একাডেমি। ৯০মিনিটের খেলায় শার্শা ফুটবল একাডেমি ৩-০ গোলে মধুমতি ফুটবল একাদশকে পরাজিত করে। শার্শা ফুটবল একাডেমির আসিফ ২ ও সাকিব ১টি গোল করেন। খেলার উদ্বোধন করেন যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক মরহুম দাউদ হোসেন মাস্টারের ছেলে খায়রুজ্জামান মধু। বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী ও মরহুম দাউদ হোসেন মাস্টারের দৌহিত্র শরিফুজ্জামান পরাগের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল আলম বাবু, আইনজীবী মোস্তফা কামাল মিন্টু, বখতিয়ার রহমান, ওসমান আলী, আহসান হাবিব খোকন, উপজেলা বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক আব্দুল মজিদ, শার্শা বাজার কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বিএনপি নেতা আনসার আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনি, আরংগজেব, আব্দুর রশিদ, সাইফুল ইসলাম পিন্টু প্রমুখ।