চুড়ামনকাটিতে জামায়াতে ইসলামীর আনন্দ মিছিল

0

চুড়ামনকাটি (যশোর) সংবাদদাতা ॥ যশোর সদরের চুড়ামনকাটি বাজারে শুক্রবার বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও জামায়াতে ইসলামী আনন্দ মিছিল করেছে। মিছিল শেষে চুড়ামনকাটি বাজার বাসস্ট্যান্ডে একত্রিত হয়ে জামায়াতের নেতারা সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। চুড়ামনকাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর সাইফুল ইসলামের নেতৃত্বে অত্যাচার, নির্যাতন, জুলুম, খুন, গুম, হামলা ও মামলার সরকার শেখ হাসিনার পতনে আনন্দ মিছিল বের করা হয়। এ সময় বক্তব্য রাখেন, সদর থানার উত্তরের জামায়াতের ইসলামীর সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম কল্লোল । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর থানার উত্তর জামায়াতে ইসলামীর সুরা সদস্য আলমগীর সিদ্দিক।