যশোরে বিএনপির গণমিছিল অব্যাহত

0

স্টাফ রিপোর্টার ॥ গণহত্যা, নির্যাতন-নিপীড়ন ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে যশোরে বিএনপির ছাত্র-জনতার গণমিছিল অব্যাহত রয়েছে। শনিবার সকাল থেকে বিএনপি নেতাকর্মীদের সাথে ছাত্রসমাজ এবং সাধারণ জনতা রাজপথে নেমে আসেন। সকাল থেকে বৈরী আবহাওয়ার মধ্যে তারা শহরের একটি মোড়ে জড়ো হয়ে অবস্থান নেন। সেখানে তারা দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। আমার ভাই মরলো কেন, খুনি হাসিনা জবাব দে। খুন হয়েছে আমার ভাই, পুলিশ তোদের রক্ষা নাই। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে রাজাকার স্বৈরাচার স্বৈরাচার। কোটা তুই ফিরিয়ে নে, আমার ভাইকে ফিরিয়ে দে এমন নানা স্লোগানে মাতিয়ে রাখেন তারা। পরে সেখান থেকে একটি বিশাল গণমিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।