ঝিকরগাছা বিএনপির কমিটি গঠনে নির্বাচনের তফসিল ঘোষণা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও দুটি সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২০ জুলাই ভোটগ্রহণ করা হবে। রোববার জেলা বিএনপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জেলা বিএনপির সদস্য সচিব ও প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু তফসিল ঘোষণা করেন। এ সময় জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও নির্বাচন কমিশনার দেলোয়ার হোসেন খোকন, সদস্য ও নির্বাচন কমিশনার মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল ও কাজী আজম উপস্থিত ছিলেন।
ঘোষিত তফসিল অনুযায়ী ১১ জুলাই বেলা ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হবে। মনোনয়ন ফরম সংগ্রহের সময় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ২৫ হাজার টাকা এবং সাংগঠনিক সম্পাদক পদে ১৫ হাজার টাকা (অফেরৎযোগ্য) জমা দিতে হবে। মনোনয়ন ফরম জমাদানের সময় প্রার্থীকে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং মনোনয়ন ফরম ক্রয়ের রশিদ জমা দিতে হবে। ১৪ জুলাই দুপুর ২ টা পর্যন্ত জমা নেওয়া হবে। একই দিন যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৫ জুলাই বিকেল ৫ টা পর্যন্ত । এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। সকল কার্যক্রম জেলা বিএনপি কার্যালয়ে সম্পন্ন হবে। ২০ জুলাই সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহন করা হবে। একই দিন ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে।