পাইকগাছায় রাইস মিলের কারণে দুর্ভোগ

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ খুলনার পাইকগাছায় একটি রাইস মিলের শব্দ, ধোঁয়া ও চালের কুড়ায় পাশে অবস্থিত কয়েকটি বাড়ির পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। বাড়ির শিশু ও বয়স্করা শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এ কারণে পাশে বসবাসরত ৬টি পরিবারের পক্ষে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে।
উপজেলার রাড়ুলি গ্রামের প্রধান সড়কের পাশে নুর ইসলাম শেখের রাইস মিল অবস্থিত। যার পাশে রুহুল আমিন মোড়লদের বসতবাড়ি। তার বাড়ির পাশের রাইস মিলের শব্দ,চালের তুষ-কুড়ো ও ধুলো বালিতে তার বাড়ির পরিবেশ মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। এছাড়া মিলের জানালা খুলে রাখায় বাড়ির নারীরা দূষণের শিকার হচ্ছেন। জানালা বন্ধ,ও পরিবেশ রক্ষা করে ধান মাড়াই করতে বলা হলে মিল মালিক সেদিকে কোন কর্ণপাত না করে উল্টাপাল্টা কথা বলছে। অতি সম্প্রতি রুহুল আমিন এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে মিল মালিক নুর ইসলাম বলেন, আমি ওখানে কালো কাপড় টাঙিয়ে দেয়ার ব্যবস্থা করবো। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, অভিযোগ হাতে পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।