বাইসাইকেল পেয়ে খুব খুশি ওরা

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা ॥ বাঘারপাড়ার ধলগ্রাম ইউনিয়নের বীরপ্রতীক ইসহাক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী মারিয়া ইয়াসমিন। প্রতিদিনই তাকে অন্তাইখোলা গ্রাম থেকে ৪ কিলেমিটার পথ পায়ে হেঁটে বিদ্যালয়ে আসতে হয়। সময়মত বিদ্যালয়ে উপস্থিত হতে না পেরে আনেক সময় স্যারদের বকুনিও শুনতে হয়েছে তাকে। বর্তমানে মর্নিং স্কুল হওয়ায় কখনোবা না খেয়েও বিদ্যালয়ে আসতে হয়।
তিনি জানান, কয়েক দিন আগে শুনলাম সাইকেল পাবো। শুনে মন আর স্থির রাখতে পারছি না। কেবলই ভাবছি কখন আসবে সেই স্বপ্নের সময়। কি যে আনন্দ হচ্ছে! আর ভাবছি, এখন আমার নিজের বাইসাইকেলে চড়ে সময়মত বিদ্যালয়ে যাওয়া-আসা করতে পারবো।
শনিবার সকালে ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে ১০০ অসচ্ছল ও মেধাবী ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। জাতীয় রাজস্ব বোর্ডের অর্থায়নে এ বাইসাইকেল বিতরণ করা হয়। এদিন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নির সভাপতিত্বে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি যশোরের কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার (চলতি দায়িত্ব) মোহম্মদ কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসি এবং ধলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি।
এদিন বাইসাইকেল নিতে আসা আন্দুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী মুক্তা বিশ্বাস জানাল, বাবার একটা সাইকেল আছে। তা দিয়ে চালানোটা শিখেছি। সাইকেল নষ্ট হলে অনেক বকাঝকা খেতে হয়েছে আমাকে। বাবা বাজারে সাইকেল নিয়ে গেলে আমি আর পাই না। চেয়ারম্যান রবিউল ইসলাম সাহেবের আন্তরিকতায় নিজেই আমি এখন বাইসাইকেলের মালিক। এখন অনায়াসে দুই কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যেতে পারবো। সাইকেল নেওয়ার অপরাধে কেউ আমাকে আর বকা দিতে পারবে না। একই অনুভূতির কথা জানাল একই বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস ও ৮ম শ্রেণির ছাত্রী সুস্মিতা বিশ্বাসও। ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, আন্দুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ও বীরপ্রতিক ইসহাক বালিকা বিদ্যালয়ের ১০০ অসচ্ছল ও মেধাবী ছাত্রীদের মাঝে এ বাইসাইকেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সমাজের সুধিজনরা উপস্থিত ছিলেন। ধলগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রবির চেষ্টায় এবং তার বড় বোন পিএসসির সদস্য ও সাবেক সচিব ড. মোছাম্মাত নাজমানারা খানমের আন্তরিকতায় ধলগ্রাম ইউনিয়নে ১০০টি বাইসাইকেল বরাদ্দ পাওয়া যায়।