ঝিকরগাছায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বুলবুলের ক্রিকেট একাডেমি পরিদর্শন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ঝিকরগাছা ক্রিকেট একাডেমি ও শিক্ষা ফাউন্ডেশন পরিদর্শন করেছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় তিনি ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠ সংলগ্ন ক্রিকেট একাডেমিতে যান। ঝিকরগাছা ক্রিকেট একাডেমির উপদেষ্টা আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেট একাডেমি পরিচালিত আলোকিতপথ নৈশ বিদ্যালয়ের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। আমিনুল ইসলাম বুলবুল বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সময় উপস্থিত ছিলেন, ক্রিকেট একাডেমি ও শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি শাহানুর কবির হ্যাপি, সহ-সভাপতি আহম্মেদ রেজা সজীব, সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান আলো, যুগ্ম-সাধারণ সম্পাদক ও ক্রিকেট একাডেমির কোচ হাবিবুল বাশার, সহকারী কোচ আব্দুল করিমসহ সংগঠনের খেলোয়াড়বৃন্দ।