ইজিবাইকচালক হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ইকতিয়ার গ্রেফতার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ইজিবাইকচালক মফিজুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ইকতিয়ার বিশ্বাসকে (৪৩) গ্রেফতার করেছেন র‌্যাব সদস্যরা। শুক্রবার সকালে সাতক্ষীরার সদর হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইকতিয়ার বিশ্বাস যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের মকছেদ আলী বিশ্বাসের ছেলে।
র‌্যাব-৬ যশোর ক্যাম্পের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইজিবাইকচালক মফিজুর রহমান হত্যা মামলায় মৃত্যুদ-প্রাপ্ত পলাতক আসামি ইকতিয়ার বিশ্বাস গোপনে সাতক্ষীরা সীমান্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ২০ মে যশোরের একটি আদালত ইজিবাইকচালক মফিজুর রহমান হত্যা মামলায় ইকতিয়ার বিশ্বাসসহ ৫ জনের মৃত্যুদ-াদেশ প্রদান করেন।