পিবিআইকে মামলার নিরপেক্ষ তদন্ত করতে হবে : বনজ কুমার

0

স্টাফ রিপোর্টার ॥ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান অতিরিক্ত আইজি বনজ কুমার মজুমদার বলেছেন, পিবিআইকে মামলার নিরপেক্ষ তদন্ত করতে হবে। দ্রুত তদন্ত করতে হবে। বাদী ও বিবাদীর দুই পক্ষরই ন্যায় বিচার পাবার অধিকার আছে। যদি কোনো লোক পিবিআইয়ের কাছে অভিযোগ করেন তাহলে তাকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। তিনি বলেন, নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন এবং ন্যায় বিচার হতে বঞ্চিতও না হন সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। শুক্রবার বেলা সাড়ে ১২টায় পিবিআই যশোর কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন। এ সময় উপস্থিত ছিলেন, পিবিআই খুলনার পুলিশ সুপার নাইমুল হাসান ও যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির(বিশেষ শাখা)সহ পিবিআই কর্মকর্তারা।
এর আগে শুক্রবার সকালে তিনি যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান (ক-সার্কেল) প্রমুখ।