অভয়নগরে মায়ের লাঠির আঘাতে মেয়ের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)॥ যশোরের অভয়নগরে মায়ের লাঠির আঘাতে মেয়ে মুন্নী খাতুনের (১৯)  মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মাগুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুন্নী জসিম উদ্দিন মোল্লার মেয়ে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মা মরিয়ম খাতুনকে থানায় নিয়েছে।
অভয়নগর থানার ওসি আকিকুল ইসলাম স্থানীয়দের বরাতে জানান, স্বামীর সাথে বিচ্ছেদ হওয়ায় বাবার বাড়িতে থাকতেন মুন্নী। বুধবার সকালে মা মরিয়ম বেগমের সঙ্গে মুন্নীর ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে সকাল সাড়ে ১০ টার দিকে মরিয়ম বেগম তার হাতে থাকা ধান ঝাড়াইয়ের সময় খড় পরিষ্কার করা বাঁশের লাঠি দিয়ে মুন্নীকে মারতে গেলে তার নাক ও কপালের মাঝামাঝি আঘাত লাগে। প্রথমে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বিকেলের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।