নির্বাচনী প্রচারণায় অতিষ্ঠ চৌগাছাবাসী, নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত

0

 

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার মাইকের যন্ত্রণায় জর্জরিত উপজেলাবাসী। এই যন্ত্রণা এতটাই অসহনীয় যে এটা নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হয়েছে।
আগামী ২১ মে অনুষ্ঠিত হবে চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচন। এবারের নির্বাচনে অন্য কোন দল অংশ না নিলেও ক্ষমতাসীন দল আওয়ামী লীগেরই ৯ প্রার্থী আছেন মাঠে। এরমধ্যে চেয়ারম্যান ২, পুরুষ ভাইস চেয়ারম্যান ২ এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৫ জন। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা একাধিক প্রচার মাইক বের করে দুপুর ২ টা হতে রাত ৮ পর্যন্ত যে যেমন খুশি সাউন্ড দিয়ে প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন। এবারের নির্বাচনে ভোটারদের কাছে মাইকে ভোট চাওয়ার থেকে গান -বাজনা হচ্ছে বেশি বলে ভুক্তভোগীরা জানান। বিরামহীন এই প্রচারে যেমন শব্দ দূষণ হচ্ছে তেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ থাকার পর প্রতিষ্ঠান খুলেছে। সব প্রতিষ্ঠান নিচ্ছে পরীক্ষার প্রস্তুতি। এরই মধ্যে চলছে নির্বাচনের প্রচার মাইক যা শিক্ষার্থীদের মারাত্মক ক্ষতির কারণ হচ্ছে।
বিষয়টি এমন পর্যায়ে পৌঁছেছে যে, চৌগাছার সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাসকে শনিবার সন্ধ্যায় চৌগাছা ব্রিজের ওপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হয়েছে। এ সময় তিনি প্রচার কাজে জড়িত ইজিবাইক ও থ্রিহুইলার চালকদের নিকট অনুমতিপত্র চান। কিন্তু অধিকাংশ চালকই সেটি দেখাতে ব্যর্থ হন। এতো উচ্চ স্বরে মাইক বাজানো হচ্ছে কেন তারও কোন সদুত্তর ছিল না চালকদের কাছে। পরে তিনি সবাইকে অনুমতিপত্র কাছে রাখার পাশাপাশি অধিক শব্দে মাইক না বাজানোর নির্দেশ দেন।