রামপালে বেপরোয়া ট্রাক চাপায় প্রাণ গেল ৩ জনের

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড়ে বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেল অটোভ্যানের চালকসহ ৩ জনের। খবর পেয়ে রামপাল থানা পুলিশ, কাটাখালী হাইওয়ে থানা পুলিশ ও রামপাল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। পুলিশ ঘাতক ট্রাকসহ চালক শাফায়েকে (১৮) আটক করেছে।
রামপাল থানা পুলিশ জানায়, শনিবার সকাল ৭ টা ৪০ মিনিটের দিকে খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড়ে খুলনাগামী ট্রাকটি যাত্রীবাহী অটোভ্যানটিকে চাপা দেয়। এ সময় অটোভ্যানে থাকা চালক ও ২ যাত্রী নিহত হন। ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হন রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের রাজ্জাক মোড়লের ছেলে সাইদ মোড়ল (৪৫)। গুরুতর আহত হন একই গ্রামের ইসলাম মোড়লের ছেলে মো. আজাদ ও কুমলাই গাববুনিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে ভ্যানচালক মো. মনি। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
রামপাল থানার ইনন্সপেক্টর (তদন্ত) বিধান চন্দ্র বিশ্বাস জানান, ট্রাকটি হেলপার শাফায়েত চালাচ্ছিলেন। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানকে চাপা দেয়। এতে চালকসহ ৩ জন নিহত হন। ট্রাকটি জব্দসহ চালককে আটক করা হয়েছে। নিহতদের হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।