যশোরে সাড়ে ১৮ লাখ টাকার ভারতীয় স্যালাইন সেটসহ এক ব্যক্তি আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে সাড়ে ১৮ লাখ টাকার শিশুদের ভারতীয় স্যালাইন সেটসহ মো. হাবিবুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে যশোরের উপশহরের একটি কুরিয়ার সার্ভিসের কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশের এসআই মো. সোলায়মান আক্কাস জানান, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপশহরের এ জে আর পার্সেল কুরিয়ার সার্ভিসের কাউন্টারের সামনে অভিযান চালান। এ সময় সেখান থেকে মো. হাবিবুর রহমান নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা ২০টি কার্টনে থাকা ৪০ হাজার পিস শিশুদের ভারতীয় স্যালাইন সেট জব্দ করা হয়। যার মূল্য ১৮ লাখ ৪০ হাজার টাকা। আটক মো. হাবিবুর রহমান ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর গ্রামের মো. কিরামত আলীর ছেলে। বর্তমানে তিনি যশোরের উপশহরের ডি-ব্লকের জনৈক সৈয়দ শহিদুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন। শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা ভারতীয় এসব স্যালাইন সেট দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে থাকেন বলে ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মো. হাবিবুর রহমান স্বীকার করেছেন। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।