নড়াইলে বিএনপির ইফতার মাহফিল

0

নড়াইল সংবাদদাতা॥ কারা নির্যাতিত দলীয় নেতা-কর্মীদের সম্মানার্থে নড়াইল সদর উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে নড়াইল পৌরসভা সংলগ্ন জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাসভবনে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুল ইসলাম।
সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশের সঞ্চালনায় বক্তৃতা করেন, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র মো. জুলফিকার আলী,সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো. মাহমুদুর রহমান,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান,জেলা যুবদলের সভাপতি মো. মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়দাত কবীর রুবেল প্রমুখ।