কোটচাঁদপুরে গ্যাস চুলার আগুনে গৃহবধূর মৃত্যু

0

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদাদাতা ॥ ঝিনাইদহের কোটচাঁদপুরে চুলার আগুনে গৃহবধূর মৃত্যু হয়েছে।
উপজেলার সোয়াদী গ্রামের স্কুল পাড়ার চা দোকানি নাজমুল হোসেন জানান, গত মঙ্গলবার রাতে ছেলের জন্য গ্যাসের চুলায় দুধ গরম করতে গিেেয় তার স্ত্রী ফারজানা খাতুন (২২) এর পরনের কাপড়ে আগুন ধওে যায়। এসময় তিনি মারাত্মক দগ্ধ হন।
ওই এলাকার মেম্বার জুলহাস হোসেন জানান, রাতেই অগ্নিদগ্ধ গৃহবধূকে কোটচাঁদপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার ভোর ৪টার দিকে তিনি মারা যান।
বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আল মামুন বলেন, আগুনে পুড়ে মৃত্যুর খবর আমরা শুনেছি।