সাংবাদিকদের অধিকার আন্দোলনের অগ্রনায়ক ছিলেন মহিদুল ইসলাম মন্টু

0

স্টাফ রিপোর্টার ॥ বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব মহিদুল ইসলাম মন্টুর স্মরণে যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন প্রেস ক্লাব যশোরে স্মরণসভার আয়োজন করে। স্মরণসভায় বক্তারা বলেন, সাংবাদিকদের অধিকার আন্দোলন সংগ্রামের অগ্রনায়ক ছিলেন মহিদুল ইসলাম মন্টু। ব্যক্তি জীবনে তিনি ছিলেন নির্লোভ। অথচ এমন একজন সাংবাদিক বিনা চিকিৎসায় মারা গেলেও রাষ্ট্র তার জন্য কোনো কিছুই করতে পারেনি।
যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথির আলোচনা করেন প্রেস ক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকত।
সভায় সাংবাদিক নেতারা বলেন, মহিদুল ইসলাম মন্টু যশোরের সাংবাদিকদের সংগঠনের নেতা ছিলেন। অবিভক্ত যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি/সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে যুগযুগ ধরে নেতৃত¦ দিয়েছেন। নেতৃত্ব দিয়েছেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী পদেও। নেতৃত্বে থাকা অবস্থায় তিনি সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় কোনো ছাড় দেননি। অথচ জীবদ্দশায় এ সাংবাদিককে আমরা কেউই যথাযথ মূল্যায়ন করতে পারিনি।
সাংবাদিক নেতারা বলেন, রাষ্ট সঠিকভাবে পরিচালিত হলে মহিদুল ইসলাম মন্টুর মতো সাংবাদিক নেতা আজ এভাবে বিনা চিকিৎসায়, অবহেলা-অযত্নে মারা যেতেন না। সরকারি কোষাগার থেকে রাষ্ট্র তার অনুগত সাংবাদিকদের শ শ কোটি টাকা অনুদান দিলেও মহিদুল ইসলাম মন্টুর ক্ষেত্রে তা বাস্তবায়ন হয়নি। মহিদুল ইসলাম মন্টুর মৃত্যুর পর যারা তাঁর শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ী দাবি করছেন তারাও রাষ্ট্রের এ সুযোগ করে দিতে বিন্দুমাত্র দায়িত্বপালন করেননি।
স্মরণসভায় বক্তব্য রাখেন, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা আনোয়ারুল কবির নান্টু,বিশিষ্ট গবেষক সাংবাদিক বেনজীন খান, প্রেস ক্লাব যশোরের সহ-সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, জেলা সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা বদর উদ্দিন বাবুল, সহ-সভাপতি তহীদ মনি, যশোর জেলা ফটো জানালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আইয়ূব হাসান মনা, যশোর ইনস্টিটিউটের কার্যকরী সদস্য আজাহার হোসেন স্বপন, সাবেক পৌর কাউন্সিলর হাজী মুকুল, জাগ্পা যশোর জেলা শাখার সভাপতি নিজামুদ্দিন অমিত প্রমুখ।
সভা পরিচালনা করেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম। সভা শেষে মহিদুল ইসলাম মন্টুর মাগফিরাত কামনায় দোয়া করা হয়।