ঝিনাইদহে উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ শুরু

0

আসিফ কাজল, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে উপজেলা পরিষদ নির্বাচনের দিনক্ষণ ঘোষিত না হলেও আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ শুরু করেছেন। শহর ও গ্রামের মোড়ে মোড়ে শোভা পাচ্ছে প্রার্থীদের ব্যানার ও প্ল্যাকার্ড। ইতোমধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সরওয়ার খান সউদ, পৌরসভার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ লীগ নেতা আনিছুর রহমান খোকা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জে এম রশিদুল আলম, জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন, যুবলীগ নেতা নুরে আলম বিপ্লব ও বর্তমান উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রাশিদুর রহমান রাসেল গণসংযোগে নেমেছন। প্রার্থীদের মধ্যে নবীন ও প্রবীণ নেতা এবারের ভোট যুদ্ধে অবতীর্ণ হচ্ছেন।
ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সরওয়ার খান সউদ বলেন, সারা জীবন পরিচ্ছন্ন ভাবে রাজনীতি করেছি। দল আমাকে মনোনয়ন দিলে আমি অবশ্যই জয়ী হতে পারবো। পৌরসভার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান খোকার রয়েছে ব্যক্তিগত পরিচিতি। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও দলের দুর্দিনের কান্ডারি জে এম রশিদুল আলম রাজনীতিতে একটি সফল নাম। তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন। ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় থাকলেও তিনি দলীয় সিদ্ধান্তের ওপর অবিচল। দল যদি মনোনয়ন দেন তবে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যুবলীগ নেতা নুরে আলম বিপ্লব তার ব্যক্তিগত ও দলীয় একটা ইমেজ আছে। রয়েছে তার নিজস্ব ভোট ব্যাংক। অতিশয় ভদ্র, বিনয়ী ও শান্ত স্বভাবের মানুষ বর্তমান উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রাশিদুর রহমান রাসেল। ভাইস চেয়ারম্যান পদে ভোট করে তিনি বিপুল ভোটে জয়ী হন। উপজেলা চেয়ারম্যান অ্যাড. আব্দুর রশিদ ইন্তিকাল করলে তিনি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। ।