এসএসসি ২০০৭ ও এইচএসসি ২০০৯ ব্যাচের খুলনা বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টে যশোর লাভার্স চ্যাম্পিয়ন

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত এসএসসি ২০০৭ এবং এইচএসসি ২০০৯ ব্যাচের খুলনা বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত টুর্নামেন্টে যশোর লাভার্স চ্যাম্পিয়ন এবং যশোর টাইটানস রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। ফাইনালে যশোর লাভার্স ৫০ রানে জয়লাভ করে।
প্রথমে টস জিতে যশোর লাভার্স ব্যাট করতে নেমে নির্ধারিত ৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাট হাতে বাশার ১৫টি বল খেলে ২টি বাউন্ডারি এবং ৭টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৬ রান করেন। জয়ের জন্য যশোর টাইটানস ৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ ওভারে ২টি উইকেট হারিয়ে মাত্র ১৮ রান সংগ্রহ করে। এর আগে প্রথম সেমিফাইনালে যশোর টাইটানস ৫৬ রানে ঝিনাইদহ ফাইটার্সকে, দ্বিতীয় সেমিফাইনালে যশোর লাভার্স ৬৩ রানে সাতক্ষীরা টাইগার্সকে পরাজিত করে।
পরে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন, যশোর স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুবুল আলম লাভলু। অনুষ্ঠানে টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক এস আই নাজমুল আহসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সদস্য সচিব ডি এইচ দিলসান।
খুলনা বিভাগের ৮টি দল এ টুর্নামেন্টে অংশ নেয়। এই টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো যশোর লাভার্স, যশোর টাইটানস, খুলনা লায়ন্স, খুলনা টাইগার্স, সাতক্ষীরা টাইগার্স, চুয়াডাঙ্গা স্টার্স, কুষ্টিয়া রাইডার্স এবং ঝিনাইদহ ফাইটার্স।