ঝিকরগাছায় যুব সমবায় সমিতির কমিটি গঠন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছার বেসরকারি সংস্থা ফ্রেন্ডস্ টুয়েন্টি যুব সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঝিকরগাছা প্রেসক্লাবে সংগঠনের সাবেক সভাপতি ইয়াউর রহমানের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সবার মতামতের ভিত্তিতে সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেনকে সভাপতি, সাবেক কোষাধ্যক্ষ শাহাজাহান আলীকে সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সৈয়দ এনামুল হক ডনকে কোষাধ্যক্ষ করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন, সহসভাপতি শাহাদাত হোসেন ও জামাল হোসেন, যুগ্ম-সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও কামানুর রহমান, কার্যনির্বাহী সদস্য সাবেক সভাপতি ইয়াউর রহমান ও প্রতিষ্ঠাকালীন সভাপতি ইয়াকুব আলী। সভাশেষে নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন, সাবেক সভাপতি ইয়াউর রহমান।