মনিরামপুরে বিরাট রাজার ধনপোতা ঢিবির প্রন্তবস্তুর উন্মুক্ত প্রদর্শনী

0
স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ॥ মনিরামপুরে বিরাট রাজার ধনপোতা বা গুপ্তধনের ঢিবি খননের পর উদ্ধারকৃত প্রাচীন প্রত্নবস্তুর উন্মুক্ত প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার খেদাপাড়ায় ধনপোতা ঢিবি প্রাঙ্গনে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। স্থানীয় সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনার আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনার আয়োজনে উন্মুক্ত প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, জিএম মজিদ, মকবুল হোসেন, বাবুল আক্তার বাবলু, আবুল কালাম আজাদ মিলন প্রমুখ। খননকালে পোড়া ইটের বেশ কয়েকটি চওড়া দেওয়াল বেরিয়ে এসেছে। প্রাচীন স্থাপনার এই অংশগুলো ছাড়াও পাওয়া গেছে মৃৎপাত্রের ভগ্নাংশ, পাথরের টুকরা, বাটি, পশুর হাড় ও লোহার পেরেক।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনার আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন জানান, কর্তৃপক্ষের নির্দেশে খেদাপাড়া এলাকার বিরাট রাজার ধনপোতা এ ঢিবির কাজ ১০ জানুয়ারি শুরু হয়ে ৩০ জানুয়ারি শেষ হয়েছে। খননকালে পোড়া ইটের বেশ কয়েকটি স্থাপনার চওড়া দেওয়াল বেরিয়ে এসেছে। এছাড়াও পাওয়া গেছে প্রাচীন মৃৎপাত্রের ভগ্নাংশ, পাথরের টুকরা, বাটি, পশুর হাড় ও লোহার পেরেক। লাভলী ইয়াসমিন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে প্রায় এক হাজার দুই শ বছর আগে এখানে বিরাট রাজার উপাসনালয় ছিল। তবে বিস্তারিত জানা যাবে আরও গবেষণার পর।  অপরদিকে ধনপোতা বা গুপ্তধনের ডিবি খননের খবরে প্রতিদিন দূর দূরান্তের উৎসুক দর্শনার্থীরা দেখার জন্য ভিড় করছেন। এলাকাবাসীর ধারণা ছিল এ ঢিবির নিচে হয়ত গুপ্তধনের সন্ধান পাওয়া যাবে।