ঝিকরগাছায় আজ থেকে ৪ দিনের ফুল উৎসব

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ দ্বিতীয়বারের মত যশোরের ঝিকরগাছা উপজেলার হাড়িয়ার মোড়ে আজ থেকে ৪দিনের ফুল উৎসব শুরু হচ্ছে। যা চলবে আগামী ৩ ফেব্রয়ারি পর্যন্ত। ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী, পানিসারা ও নাভারন ইউনিয়নের সংযোগস্থল হাড়িয়ার ফুল মোড়ে যশোর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ঝিকরগাছা উপজেলা প্রশাসনের পক্ষে এই মেলার আযোজন করা হয়েছে।
বাংলাদেশ ফ্লাউয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম জানিয়েছেন, উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকেল ৩টায় ৪দিনব্যাপী ফুল উৎসবের উদ্বোধন করবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী। উদ্বোধনী দিনে ফুল প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এছাড়া দ্বিতীয়দিন নারী ফুলচাষিদের নিয়ে উঠান বৈঠক ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। তৃতীয়দিন কৃষক সমাবেশ ও সম্মাননা ক্রেস্ট প্রদান। এছাড়া শেষদিন শিশুদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হবে।