পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন ৫.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড

0

লোকসমাজ ডেস্ক ॥ রোববার ভোর ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বেকর্ড হয়েছে পঞ্চগড়ে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এতে জেলায় বইছে তীব্র শৈত্যপ্রবাহ, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত শুক্রবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যাবেক্ষনাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। এটাই চলতি মৌসুমের সর্বনিম্ন তাপামাত্রা ।
জেলার বিভিন্ন এলাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়েছে। বাতাসে ঝরছে শীতের পারদ। সড়কগুলোতে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। শীতের তীব্রতায় কাবু শিশু থেকে শুরু করে বৃদ্ধরা। দুূর্ভোগে পড়েছে বিভিন্ন গৃহপালিত ও বন্য প্রাণীরাও। (সূত্র: মানবজমিন)