শীতে কর্মহীন হয়ে পড়ছেন চুয়াডাঙ্গার শ্রমজীবীরা

0

রিফাত রহমান,চুয়াডাঙ্গা॥ চুয়াডাঙ্গায় টানা ৪৬ দিন নি¤œ তাপমাত্রায় এ জেলার মানুষ কর্মহীন হয়ে পড়ছে। নিদারুন কষ্টে দিন কাটাচ্ছেন খেটে খাওয়া মানুষ। বুধবার সকাল রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করলেও এদিন দুপুর থেকে আকাশ আবার মেঘাচ্ছন্নয় রূপ নেয়।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রর্তা ছিল ৯৫ শতাংশ। এদিন সকাল ৬টায় সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৩ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রর্তা ছিল ৯৬ শতাংশ। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি সেলসিয়াস।
শীতের কারণে দিনমজুর ও ছিন্নমূল মানুষ কর্মহীন হয়ে পড়ায় তাদের ভেতর খাদ্যাভাব দেখা দিচ্ছে। প্রচন্ড শীতে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ।