চৌগাছায় দুটি ক্লিনিককে জরিমানা ও সিলগালা

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় নানা অনিয়মের অভিযোগে দুই ক্লিনিককে জরিমানাসহ বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার সুম্মিতা সাহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় নোভা এইড হাসপাতাল ও মধুমতি হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারের সকল কার্যক্রম বন্ধের পাশাপাশি ৫ ও ১০ হাজার টাকা করে ১৫ হাজার জরিমানা করা হয়। একই সময়ে মায়ের দোয়া ক্লিনিক ও পল্লবী ক্লিনিকে নানা অনিয়মের কারণে যথাক্রমে ২০ ও ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি তাদের সতর্ক করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ সারা দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা চলছে।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. লুৎফুন্নাহার, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আল ইমরানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।