ঝিকরগাছায় ভ্রাম্যমাণ সবজিবাজারের উদ্বোধন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে নিরাপদ সবজি ও ন্যায্যমূল্য নিশ্চিতকরণে কৃষকের ভ্রাম্যমাণ সবজিবাজার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা বাজারে ভ্রাম্যামাণ সবজি বাজারের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল। উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মফিজুর রহমান কবির, উপসহকারী কৃষি অফিসার আইয়ুব হোসেন, মাহফুজুল আলম, শাহরিয়ার হোসেন, গদখালী এলাকার ৫ শতাধিক কৃষকের প্রতিনিধি নিরাপদ সবজি বিক্রেতা বোধখাণা গ্রামের আলী হোসেন, ওসমান গণি, মনিরুজ্জামান, বারবাকপুর গ্রামের লালটু মিয়া, ইউসুফপুর গ্রামের রফিকুল ইসলাম, ফতেপুর গ্রামের আশরাফুল ইসলাম।
গদখালী ইউনিয়নের বোধখানা ব্লকের উপসহকারী কৃষি অফিসার আইয়ুব হোসেন জানিয়েছেন, ২০২২-২৩ অর্থবছরে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় গদখালী আইপিএম মডেল ইউনিয়ন তৈরিতে ৫০০জন কৃষককে ২০টি গ্রুপে নিরাপদ ফসল উৎপাদনের ওপর প্রশিক্ষণ প্রদান শেষে প্রতিটি গ্রুপকে একটি করে ভ্যান ও সবজি পরিবহনের ক্যারেট প্রদান করা হয়।