ঝিকরগাছায় বিএনপি নেতা ওয়াজেদ আলীর মৃত্যু

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা পৌর সদরের পুরান্দরপুর গ্রামের বাসিন্দা, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী (৬৫) বৃহস্পতিবার ভোরে নিজ বাড়িতে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ মেয়েসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। এদিন জোহর নামাজ বাদ জানাজা শেষে পুরান্দরপুরের পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে। বিএনপি নেতা ওয়াজেদ আলীর মৃত্যুর খবর পেয়ে সকালে তার বাড়িতে ছুটে যান ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপুসহ নেতৃবৃন্দ।