অস্ট্রেলিয়ায় বিএনপির গণসংযোগ ও প্রচারপত্র বিলি

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে ডামি নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের সমর্থনে ৩০ ডিসেম্বর (শনিবার) বিএনপি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া শাখা গণসংযোগ ও প্রচারপত্র বিলি করে। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও অস্ট্রেলিয়ার সাংগঠনিক সমন্বয়কারী আনোয়ার হোসেন খোকনের নির্দেশনায় এবং বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হকের তত্ত্বাবধানে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা দফতর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাইদুল ইসলাম মন্টু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা কামাল হোসেন, সাবেক ছাত্রনেতা মসিহ-উল আজম বাপ্পী, মাসুদ আকন্দ, সালেকুজ্জামান, মোস্তাফিজ আল মামুন, ফয়সাল আহম্মেদ, সরওয়ার হোসেন প্রমুখ।