নদ-নদী ও পরিবেশ সুরক্ষায় অগ্রাধিকার দেয়ার অঙ্গীকার প্রার্থীদের

0

 

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা॥ নদ-নদী ও পরিবেশ সুরক্ষায় বিশেষ অগ্রাধিকার দেয়ার অঙ্গীকার করেছেন দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। মঙ্গলবার দুপুরে পাইকগাছার মাহমুদকাটী কপোতাক্ষ নদের পাড়ে আয়োজিত অনুষ্ঠানে সকল প্রার্থী এ অঙ্গীকার করেন।

ওয়াটারকিপার্স-বাংলাদেশ, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন,অনির্বাণ লাইব্রেরি এবং কোস্টাল ভয়েস অব বাংলাদেশ এর আয়োজন করে। যার শিরোনাম দেয়া হয় ‘নদ-নদী ও পরিবেশ সুরক্ষায় সংসদ সদস্য প্রার্থীদের অঙ্গীকার’। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমিন। আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রশীদুজ্জামান ও তৃণমূল বিএনপির মো. নাদির উদ্দিন। সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী ও পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান ।