আজ থেকে বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ডাকে আজ বুধবার থেকে ফের শুরু হচ্ছে সড়ক,নৌ ও রেলপথে ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধ। বর্তমান সকরারের পদত্যাগ, একতরফা প্রহসনের নির্বাচনের তফসিল বাতিল, দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর সীমাহীন নির্যাতন- নিপীড়নের প্রতিবাদে সোমবার বিকেলে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। এটি দলটির ডাকে দশম দফার অবরোধ কর্মসূচি।
এদিকে দেশ ও মানুষ বাঁচানোর এই কর্মসূচি সফল করার লক্ষ্যে মঙ্গলবার রাতে যশোর খাজুরা বাস স্ট্যান্ডসহ যশোর-মাগুরা মহসড়কে সদর উপজেলা শ্রমিক দল মশাল মিছিল করে। সংগঠনের সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক ফিরোজ আলমের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা মশাল মিছিল করেন।
যশোর-বেনাপোল মহাসড়কে যশোর সদর উপজেলা যুবদল, মনিরামপুর- কেশবপুর সড়কে মনিরামপুর উপজেলা যুবদল-ছাত্রদলের মশাল মিছিল করে।
কুষ্টিয়া- রাজশাহী মহাসড়কের ত্রিমোহিনী এলাকায় কুষ্টিয়া পৌর বিএনপি, একই মহসড়কের কুমারখালি বাসষ্ট্যান্ড এলাকায় কুষ্টিয়ার কুমারখালি উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল অবরোধের সমর্থনে মিছিল করে। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল গোলাপনগর বাজার এলাকায় মশাল মিছিল করে।