যশোর-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আট জন

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে আওয়ামী লীগ, আওয়ামী লীগের বিদ্রোহী, জাতীয় পার্টি, বাংলাদেশ কংগ্রেস, জাকেরপার্টিসহ বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শেষদিন বৃহস্পতিবার এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী তোফায়েল আহম্মেদের জামাতা (নৌকা প্রতীক) রাজধানীর স্কয়ার হসপিটালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. তৌহিদুজ্জামান তুহিন। এই আসনে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. মনিরুল ইসলাম মনির, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস. এম. হাবিবুর রহমান হাবিব, ঢাকা এফবিসিসিআইয়ের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান নাহিদ।
এছাড়া বাংলাদেশ কংগ্রেস কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. আব্দুল আওয়াল, যশোর জেলা জাতীয় পাটির সদস্য সচিব মুফতি ফিরোজ শাহ্, ঝিকরগাছা উপজেলা জাতীয় পার্টির সভাপতি প্রফেসর রেজাউল হোসেন ও জাকের পার্টির চৌগাছা উপজেলা সভাপতি মো. সাফারুজ্জামান মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে।