নির্বাচন কমিশনকে দন্তহীন বাঘের সঙ্গে তুলনা করলেন জাপা মহাসচিব

0

লোকসমাজ ডেস্ক॥ বর্তমান নির্বাচন কমিশনকে ‘দাঁত ছাড়া বাঘ’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু। আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ধরনের উদাহরণ দেন তিনি।
জাপা মহাসচিব বলেন, ‘প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের কথা না শুনলে কী হবে, তা আইনে বলা নেই। কথা না শুনলে তড়িৎ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান না থাকায় নির্বাচন কমিশন এখন দাঁত ছাড়া বাঘ।’
মুজিবুল হক আরও বলেন, ‘আমি ও আমার দলের চেয়ারম্যান সংসদে একাধিকবার বলেছিলাম, একটা আইন করেন নির্বাচন কমিশনের কথা না শুনলে তারাই যেন তড়িৎ শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। এটা দেওয়া হলে নির্বাচন কমিশন বাঘের মতো কাজ করত। এই আইন না থাকায় নির্বাচন কমিশন এখন বাঘ, কিন্তু দাঁত ছাড়া।’
গত সোমবার থেকে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে।  বৃহস্পতিবার মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন। দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও তাঁর ছেলে সাদ এরশাদ আজ দুপুর পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ অসুস্থ। তিনি যদি নির্বাচন করতে চান, তাহলে অবশ্যই করবেন। ওনার ছেলেও যদি নির্বাচন করতে চায়, করবেন। এটা নিয়ে তো কোনো দ্বন্দ্ব নেই।’