সরকারের পদত্যাগের দাবিতে আজ থেকে ফের অবরোধ

0

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সরকারের পদত্যাগ, একতরফা প্রহসনের নির্বাচনের তফসিল বাতিল ও দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর তান্ডবের প্রতিবাদে হরতালের পর অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। আজ বুধবার থেকে দলটির ডাকে দেশব্যাপী সড়ক, নৌ ও রেলপথে ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি পালিত হবে । বুধবার সকাল ৬ টা থেকে শুরু হয়ে কর্মসূচি চলবে শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত।
সোমবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন। গেল ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ পুলিশি তান্ডবে পন্ড হয়ে যায়। এই ঘটনার পরদিন দলটির ডাকে দেশব্যাপী সকাল সন্ধ্যা-হরতাল কর্মসূচি পালিত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর (বীর উত্তম), শামসুজ্জমান দুদু, যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ( ময়মনসিংহ বিভাগ) সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা নাজমুল মুন্নি, মিডিয়িা সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনসহ দলের শীর্য পর্যায়ের নেতৃবৃন্দকে আটক করে। এরপর ৩১ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত কয়েক দফায় সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি দেয় বিএনপি। সর্বশেষ ১৯ নভেম্বর (রোববার) সকাল ৬টা থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি চলাকালে দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি নেতা-কর্মীদের গণগ্রেফতার অব্যাহত রেখেছে। তারা অভিযান চালিয়ে দলের হাজার হাজার নেতাকর্মীকে আটক করেছে। সেই সাথে দলীয় নেতাকর্মীদের বাড়িতে অভিযানের নামে ভাংচুর, স্বজনদের সাথে মারমুখি আচরণ করারও অভিযোগ রয়েছে। অব্যাহত রয়েছে শাসকদলের সন্ত্রাসীদের তান্ডব । যশোরে শাসকদলের সন্ত্রাসীরা শনিবার গভীর রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও মন্ত্রী তরিকুল ইসলামের বাসভবনে বোমা হামলা চালিয়েছে। এছাড়া জেলা জুড়ে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে দলের ৬ শতাধিক নেতাকর্মীকে আটক করেছে।
এদিকে বিএনপির নেতৃত্বে চলমান দেশ রক্ষার আন্দোলনের মধ্যে গেল সোমবার ঢাকার একটি আদালত বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, বর্তমান সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ দলের বিভিন্ন পর্যায়ের ১৩৬ নেতাকর্মীকে পুলিশের দায়েরকৃত তথাকথিত নাশকতা মামলায় কারাদণ্ড দিয়েছে ।