মনিরামপুরে খাবারের দোকান থেকে ৯ শিবির কর্মী আটক

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ॥ মনিরামপুরে পুলিশ ইসলামী ছাত্র শিবিরের নয় কর্মীকে আটক করেছে। পুলিশের দাবি শিবির কর্মীরা এলাকায় নাশকতার পরিকল্পনার জন্য একটি ক্যাফেতে গোপন বৈঠক করছিলেন। শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার রোহিতা এলাকায় কাশবন নামে একটি ক্যাফেতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার দুপুরে ‘নাশকতার’ একটি পুরাতন মামলায় আসামি করে পুলিশ তাদের আদালতে চালান দেয়। তবে জামায়াতের নেতৃবৃন্দ দাবি করেন, শিবিরের কর্মীরা নাশকতার পরিকল্পনার জন্য নয়, তারা গিয়েছিলেন খাবার খেতে।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, শুক্রবার রাত আটটার দিকে উপজেলার রোহিতা এলাকায় কাশবন ক্যাফেতে বসে এলাকায় নাশকতার পরিকল্পনায় ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত নয়টার দিকে অভিযান চালিয়ে ক্যাফে থেকে নয় জনকে আটক করা হয়। এরা হলো আবদুল আলিম, নাজিবুর রহমান মাহফুজ, মোমিনুর রহমান, ইমরান হোসেন, মুত্তাকিন হোসেন, মনিরুজ্জামান, সিরাজুল ইসলাম, গোলাম আযম ও মঈনুদ্দিন। এরা সবাই রোহিতা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।