রামপালে ২ কিলোমিটার নদী ভাঙনে ২শ মিটার এলাকায় জিও ব্যাগ!

0

এমএ সবুর রানা, রামপাল (বাগেরহাট)॥ মোংলা ঘোষিয়াখালী চ্যানেলের রামপাল সরকারি কলেজ থেকে বগুড়া নদীর মোহনা পর্যন্ত ২ কিলোমিটার নদী ভাঙলেও মাত্র ২ শ মিটার এলাকায় জিও ব্যাগ ফেলা হয়েছে। ওই ৫শ ফুট এলাকা বাদে বাকি এলাকায় তীব্র ভাঙন অব্যাহত রয়েছে।
সোমবার বিকেলে উপজেলার রামপাল সদর ও ওড়াবুনিয়া এলাকায় গিয়ে ভাঙনের তীব্রতা দেখতে পাওয়া যায়। নুরুল্লাহ খোকন নামের এক বাসিন্দা নিজের ভেঙে যাওয়া বিল্ডিংয়ের ইট ও ওয়াল দিয়ে নদীর ভাঙন প্রতিরোধের চেষ্টা করছেন। মোংলা ঘোষিয়াখালী চ্যানেল খননের পর থেকেই রামপাল সরকারি কলেজের সামনে থেকে বগুড়া নদীর মোহনা পর্যন্ত ভাঙ্গন শুরু হয়। গত ৯/১০ বছর ধরে বিপুল পরিমাণ ফসলি জমি নদী গর্ভে বিলিন হয়ে যায়। প্রায় ২৮/৩০ টি বাড়ির পরিবার উদ্বাস্তু হয়ে যায়। অনেকের সামান্য ভিটে বাড়ির শেষ সম্বল টুকুও হারিয়ে নিঃশেষ হয়ে গেছে। এমন নিঃস্ব হয়ে পড়েছেন কবির কসাই, জহুর শেখ, ইলিয়াস শেখ, বাকিবিল্লাহসহ আরও অনেকে। সরকারিভাবেও তারা কোন সাহায্য বা সহযোগিতা পাননি বলে অভিযোগ করেছেন।
নদী ভাঙনের বিষয়ে বাগেরহাটের পানি উন্নয়ন বোর্ডর নির্বাহী প্রকৌশলী মো. মাসুম বিল্লাহর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। উপজেলার মোংলা ঘোষিয়াখালী চ্যানেল, দাউদ খালি নদী, বগুড়া নদীসহ সকল নদীর ভাঙন এলাকার চিত্র তুলে ধরা হয়েছে এলাকাবাসীর পক্ষে। কিন্তু কাজের কাজ কিছু হয়নি।