সড়কে ক্রিকেট খেলে অলস সময় পার করছেন পরিবহন শ্রমিকরা

0

লোকসমাজ ডেস্ক ॥ যাত্রী অভাবে বাস চলাচল বন্ধ তাই সড়কে ক্রিকেট খেলে অলস সময় পার করছেন পরিবহন শ্রমিকরা। আজ বুধবার সকাল ১০টার দিকে রাজধানীর গাবতলী আন্তজেলা বাস টার্মিনাল এলাকায় পরিবহন শ্রমিকরা সড়কে ক্রিকেট খেলে তাদের অলস সময় পার করেন।
বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলোর ডাকা তৃতীয় দফার অবরোধ শুরু হয়েছে আজ। ৪৮ ঘণ্টার এ অবরোধ চলবে কাল বৃহস্পতিবার পর্যন্ত। গাবতলী বাস টার্মিনালের ভেতরে সামনের অংশের রাস্তায় দুই প্রান্তে পরিবহনকর্মীদের দুটি দল ক্রিকেট খেলছেন। প্রতি দলে আছেন ১০ থেকে ১২ জন করে কর্মী। এক পাশের কর্মীরা ফলের ঝুড়িকে (প্লাস্টিকের ক্যারেট) স্টাম্প বানিয়েছেন। আরেকটি অংশে প্লাস্টিকের টুলকে স্টাম্প বানিয়ে খেলা চলছে।
হানিফ পরিবহনের কর্মী সিয়াম হোসেন জানান, ‘সকাল থেকে কাউন্টার খুলে বসে আছি। কোনো যাত্রী নেই। যাত্রী ছাড়া তো বাস ছাড়বে না। আর যাত্রী না থাকলে আমাদের কোনো কাজ নাই, ব্যস্ততাও নাই।’
অবরোধের কারণে গাবতলী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি বলে জানিয়েছেন পরিবহন-সংশ্লিষ্ট ব্যক্তিরা। যাত্রীর অভাবে টিকিট বিক্রির কাউন্টারগুলো বন্ধ রাখতে দেখা গেছে। কোনো কোনো কাউন্টার খোলা থাকলেও কর্মীরা অলস বসে ছিলেন। অবসর পেয়ে কোনো কোনো কাউন্টারের কর্মীরা আবার ধোয়ামোছার কাজ করছিলেন। ( সূত্র: প্রথম আলো)