আরবপুরে যুবদল নেতা লাল্টুর বাড়িতে হামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার আরবপুুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রাকিব হাসান লাল্টুর বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আক্রান্ত পরিবার এ জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম ও তার সহযোগীদের দায়ি করেছে। তবে চেয়ারম্যান তা অস্বীকার করেছেন।
গতকাল রোববার রাত সাড়ে ৭ টার পর ওই ইউনিয়নের মন্ডলগাতি গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় যুবদল নেতা লাল্টুর বাসভবনে ব্যাপক ক্ষতি হয়েছে।
ইউনিয়নের রাকিব হাসান লাল্টু বলেন, রোববার রাত সাড়ে ৭টার পর চেয়ারম্যান শাহারুল ইসলাম সন্ত্রাসী বাহিনী নিয়ে তার বাসভবনে হামলা চালায়। প্রথমে সন্ত্রাসীরা বাড়ির পাশেই একটি বোমা নিক্ষেপ করে আতংক সৃষ্টি করে। এরপর তারা বাড়ি লক্ষ্য করে বৃষ্টির মত ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। তাদের ছোড়া ইট পাটকেলের আঘাতে বাড়ির জানালা,দরজাসহ ভেতরের আসবাবপত্রের ব্যাপক ক্ষতি হয়। এসময় বাড়িতে থাকা তার স্ত্রী, ৭ বছর বয়সী শিশুসহ বৃদ্ধ পিতা-মাতা আতংকগ্রস্ত হয়ে পড়েন। সেই আতংক আশপাশে ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না, পুলিশের ভয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছেন। চেয়ারম্যান শাহারুল ইসলাম গত কয়েক দিন ধরে প্রকাশ্যে দিবালোকে তার বাড়িতে গিয়ে হুমকি ধামকি দিয়ে আসছেন। তাকে না পেয়ে এই হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে শাহারুল ইসলাম লোকসমাজকে বলেন, ‘আমি বিকেল ৩ টা থেকে এখনও পর্যন্ত (রাত সাড়ে ৯টা) শহরের মোমিননগর সমবায় সমিতি ভবন এলাকায় আমার অফিসে বসে আছি । আমার অফিসের সিসি ক্যামেরা আছে, আপনি এসে দেখে যান। এখনও পর্যন্ত লোকজন নিয়ে কথা বলছি । তাছাড়া লাল্টু কি এমন ব্যক্তি ওর বাড়িতে বোম মারবে মানুষ? লাল্টু কী? ওর বাড়িতে বোম মারতে হবে,তার জন্য আমার যাওয়া লাগবে নেতৃত্ব দেওয়ার জন্য, ও আরবপুরের কী ?’