যশোর জেনারেল হাসপাতাল ছাদ থেকে ফ্যান পড়ে গৃহবধূ আহত

0

স্টাফ রিপোর্টার ॥ বৈদ্যুতিক ফ্যান ভেঙে পড়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালের এক রোগীর স্ত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে হাসপাতালের একতলা সার্জারি ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। আহত খাদিজা বেগম (২৩) যশোর শহরের নাজির শংকরপুর এলাকার রাকিব শেখের (৩০) স্ত্রী।
রাকিব শেখ জানান, নিজ বাসায় কাজ করার সময় অসাবধানতাবশত: তার বাম পায়ে আঘাত লাগে এবং বাঁশের অংশ বিশেষ শরীরে ঢুকে তিনি আহত হন। ৩ নভেম্বর তাকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সার্জারি ওয়ার্ডের মেঝেয় পুরনো একটি ফ্যানের নিচে তার জায়গা করে দেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাকিব শেখকে হাসপাতালে দেখভাল করছেন তার স্ত্রী খাদিজা বেগম। (শনিবার) বিকেল সাড়ে ৩টার দিকে খাদিজা বেগম স্বামীর বিছানায় বসে কাজ করছিলেন। এ সময় উপর থেকে ফ্যান ভেঙে খাদিজার পিঠের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। শুরু হয় তার শ্বাসকষ্ট। তখন হাসপাতালের সেবিকা ও স্বাস্থ্যকর্মীরা আহত খাদিজা বেগমকে অক্সিজেন দেন। হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা যায়। পুরুষ ওয়ার্ডে তার স্বামীর পাশে খাদিজাকে অক্সিজেন দেয়া হচ্ছে।