কমরেড দিপুর ৪৯তম মৃত্যুবার্ষিকী

0

স্টাফ রিপের্টার ॥ আজ ৪ নভেম্বর শহীদ কমরেড আবুবকর জাফরুদ্দৌলা দিপুর ৪৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৪ সালের এই দিনে তিনি তার সহযোগী কমরেড মহিউদ্দীন, কমরেড রাশিদা, কমরেড হায়দার ও কমরেড তবিবরসহ ৫ জন কোটচাঁদপুরে তদানীন্তন রক্ষীবাহিনীর হাতে গ্রেফতার হন। পরে কমরেড তবিবর ছাড়া প্রত্যেককে বিভিন্ন পর্যায়ে অকথ্য নির্যাতন চালিয়ে নৃশংসভাবে খুন করা হয়। কমরেড তবিবর পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন। তারা ছিলেন তদানীন্তন ইপিসিপি(এমএল)’র নেতাকর্মী। কমরেড দিপু যশোর সরকারি এমএম কলেজ থেকে আইএসসি ও বিএসসি পাস করেন। ১৯৭১ সালে পাক বাহিনী ও তাদের দোসর রাজাকার বাহিনীর বিরুদ্ধে সশস্র যুদ্ধ করেন। তিনি সুলেখক ছিলেন। মার্কসবাদের ওপর তার লিখিত একটি অপ্রকাশিত পান্ডুলিপি রয়েছে। তিনি পার্টির তদানীন্তন বৃহত্তর যশোর জেলা কমিটির সম্পাদকম-লীর সদস্য ছিলেন। কমরেডরা সমাজতন্ত্রের প্রতি আস্থাশীল ছিলেন। নিপীড়িত জনগণের মুক্তি সংগ্রামে প্রতি সহমর্মী ছিলেন। মাওবাদী রাজনীতির প্রতি তাদের একটা দুর্বলতাও শেষ জীবন পর্যন্ত বজায় ছিল। তাদের হত্যাকাণ্ডের পুরো ঘটনা আজো জানা যায়নি।