জন্মদিনে সুহৃদ শুভাকাক্সক্ষীদের ভালবাসায় সিক্ত দৈনিক লোকসমাজ পরিবার

0

স্টাফ রিপোর্টার ॥ ২৮ বছরে পদার্পণে সুহৃদ শুভাকাক্সক্ষীদের শুভেচ্ছা ভালবাসায় সিক্ত হলো দক্ষিণবঙ্গের পাঠক নন্দিত দৈনিক লোকসমাজ। দিনটি উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে পত্রিকার সম্পাদক অধ্যাপক নার্গিস বেগম তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছেন, অন্যায়-অসংগতির বিরুদ্ধে কথা বলার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছিল লোকসমাজ। নানা প্রতিকূলতার পরও সে পথ থেকে পিছু হটেনি পত্রিকাটি। ভবিষ্যতেও এর ব্যত্যয় ঘটবে না। শত বাঁধা বিপত্তি উপেক্ষা করে লোকসমাজ তার অঙ্গীকার রক্ষায় এগিয়ে যাবে। এ পথে তিনি সকল পাঠক শুভাকাক্সক্ষী-শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেন।
হাঁটি হাঁটি পা পা করে গতকাল ৩০ অক্টোবর ২৮ বছরে পা রাখলো লোকসমাজ। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টায় প্রতিষ্ঠাতা প্রকাশক সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত, সাড়ে ১১টায় প্রেস ক্লাব যশোর মিলনায়তনে দোয়া মাহফিল, সাড়ে ১২টায় পত্রিকা দফতরে কেক কাটা ও প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। পত্রিকার বর্তমান প্রকাশক শান্তনু ইসলাম সুমিতের নেতৃত্বে সকল সাংবাদিক কর্মচারী ও মফস্বল প্রতিনিধি কারবালায় তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন। প্রেস ক্লাবে দোয়া মাহফিলের শুরুতে আমন্ত্রিত অতিথি, বিজ্ঞাপনদাতা ও সুহৃদ শুভাকাক্সক্ষীদের শুভেচ্ছা জানান প্রকাশক শান্তনু ইসলাম সুমিত। এরপর অধ্যাপক নার্গিস বেগম তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এ অঞ্চলের পাঠকের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম লোকসমাজ প্রকাশ করেন। সেই অঙ্গীকার নিয়ে পত্রিকাটির পথচলা অব্যাহত রয়েছে। যাদের চেষ্টা শ্রমে এটি প্রকাশিত হচ্ছে তাদের সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দোয়া মাহফিল শেষে বিশেষ অবদানের জন্যে চৌগাছার মুকুরুল ইসলাম মিন্টু, বেনাপোলের কামাল হোসেন ও নওয়াপাড়ার নজরুল ইসলাম মল্লিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সহ-সভাপতি সমাজের কথা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, প্রেস ক্লাবের সহ-সভাপতি নুর ইসলাম, ওহাবুজ্জামান ঝন্টু, যুগ্ম-সম্পাদক হাবিবুর রহমান মিলন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ পাভেল চৌধুরী, জেলা লৌহ ও সিমেন্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার সাইফুদ্দৌলা, বিশিষ্ট লেখক ও গবেষক বেনজীন খান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সভাপতি গোপীনাথ দাস, সাধারণ সম্পাদক এমআর খান মিলন প্রমুখ।
২৮ বছরে পদার্পণ উপলক্ষ্যে লোকসমাজ পরিবারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান দৈনিক গ্রামের কাগজ, সমাজের কথা, দৈনিক স্পন্দন, দৈনিক কল্যাণ, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখা, লোকসমাজ মফস্বল সাংবাদিক ফোরাম, যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও চৌগাছা পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আউলিয়ার, ঝিকরগাছা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আশফাকুজ্জামান খান রনি, বাঘারপাড়া উপজেলা বিএনপির আসলাম হোসেন, যুবদল নেতা এখলাস হোসেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা জে.এন. রাজু, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শাহিন আলম, জেলা যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম জয়, শ্রমিক অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিলন শেখ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।