উপশহর ইউনিয়ন বিএনপির সভাপতি হোসেন ও তার পুত্রসহ ৩০ জনকে আটক, নির্যাতনের অভিযোগ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে উপশহর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হোসেন ও তার কনিষ্ঠ পুত্র ইউনিয়ন ছাত্রদল সভাপতি ফাহিম নাফিজ আবিদ এবং জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক শরিফুল ইসলাম রিংকু ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটনসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের গণহারে আটক অব্যাহত রয়েছে। সোমবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ৩০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। পরে তাদের কথিত নাশকতার পেন্ডিং মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
আবু হোসেনের পারিবারের সদস্যরা জানান, রোববার দিবাগত রাত আড়াই টার একদল পুলিশ তাদের বাড়ি এসে ঘরের দরজা ভেঙে পিতা-পুত্র আটক করে। যশোরর বাজারের বিশিষ্ঠ কাপড় ব্যবসায়ী জেনেও পুলিশ আবু হোসেন ও পুত্রকে বাড়িতে বেদম মারপিট করে থানায় নিয়ে যায়। বিষয়টি এলাকার মানুষের কাছে অত্যন্ত অমানবিক ও নিন্দীয় গণ্য হয়েছে।

এদিক পুলিশ সূত্র জানায়, ওই রাতে তারা ২৮ জনকে গ্রেফতার করে। এরা হচ্ছেন, সদর উপজেলার বসুন্দিয়ায় খান পাড়ার মৃত আনোয়ার হোসেন খানের ছেলে মাছুম খান, ঘুনি গ্রামের আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন, বসুন্দিয়ায় বালি গর্ত এলাকার জহর আলী খানের ছেলে আল মামুন খান, শহরের পূর্ব বারান্দীপাড়া বউ বাজার এলাকার মৃত মোসলেম আলীর ছেলে আব্দুল জব্বার, সদর উপজেলার নারাঙ্গালী দক্ষিণ পাড়ার আব্দুল মজিদের ছেলে আজিম উদ্দীন , মনোহরপুর গ্রামের মৃত ছামাদ আলী মুন্সীর ছেলে আশানুজ্জামান, হুদা রাজাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে রায়হান সুলতান সাবু, জোত রহিমপুর গ্রামের মৃত ইয়ার আলী বিশ্বাসের ছেলে এনামুল হক, ঘুরুলিয়া গ্রামের বাবর আলীর ছেলে তোরাব হোসেন তোতা, শেখহাটি বাবলাতলার মৃত আব্দুর রহিমের ছেলে রফিকুল ইসলাম মাসুদ, জগমোহনপুর গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে আব্দুল কুদ্দুস, বিজয়নগর গ্রামের মৃত বেলায়েত হোসেন মোল্লার ছেলে কামাল হোসেন।
চৌগাছায় আটকরা হলেন, উপজেলার দশপাখিয়া গ্রামের বখতিয়ার রহমানের ছেলে মাহমুদুর রহমান, জামিরা পূর্বপাড়ার আব্দুল খালেকের ছেলে আলমগীর হোসেন ও চৌগাছা কুটিপাড়ার গোলাম মোস্তফার ছেলে আরিফুল ইসলাম অসীম।
ঝিকরগাছায় আটকরা হলেন, উপজেলার মল্লিকপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রবিউল ইসলাম, গৌরসুটি গ্রামের মৃত হানেফ আলীর ছেলে আনিছুর রহমান, গদখালী পটুয়াপাড়ার মৃত আবুল কাশেম মৃধার ছেলে কামাল হোসেন, কুলিয়া গ্রামের মোসলেম আলীর ছেলে মনিরুল ইসলাম ও বামনআলী গ্রামের এনামুল হকের ছেলে বাশারুল ইসলাম লিপু।
কেশবপুরে কথিত নাশকতার মামলায় মিকাইল মোড়ল নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি ভোগতি নরেন্দ্রপুর গ্রামের আজিবার মোড়লের ছেলে।
মণিরামপুরে আটকরা হলেন, উপজেলার কাজিয়াড়া গ্রামের তহিদুল মোল্লা, সুমন, হাসান, সাগর হোসেন ও খড়িঞ্চি গ্রামের মাসুদুর রহমান।
উল্লেখ্য, এ নিয়ে গত কয়েক দিনে পুলিশ বিএনপি ও অঙ্গ সংগঠনের আড়াই শ নেতাকর্মীকে আটক করে কথিত নাশকতার মামলায় কারাগারে পাঠিয়েছে।