হরিণাকুন্ডুতে দুর্ঘটনায় এক ঘণ্টার ব্যবধানে স্বামী ও স্ত্রীর মৃত্যু

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে দুর্ঘটনায় এক ঘণ্টার ব্যবধানে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে।
হরিণাকুন্ডুর কাপাশহাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু ঘটনা নিশ্চিত করে জানান, তার ইউনিয়নের রায়পাড়া ভাতুড়িয়া গ্রামের শামসুল ইসলাম (৫৯) একজন মৃগী রোগী। শুক্রবার রাতে তিনি গোসল করতে গিয়ে পানিতে পড়ে হাবুডুবু খেতে থাকেন। তাকে উদ্ধার করে ছেলে হাশেমের ভ্যানে ঝিনাইদহ সদর হাসপাতালে যাচ্ছিলেন স্ত্রী রেহানা বেগম। চেয়ারম্যান ঝন্টুর ভাষ্যমতে, জোহান ড্রিমভ্যালি পার্কের কাছে পৌছালে যন্ত্রণায় ছটফট করতে থাকা স্বামীর পায়ের আঘাতে ভ্যান থেকে ছিটকে পড়েন স্ত্রী রেহানা। পাকা রাস্তার ওপর পড়ে তার মাথা ফেটে কান ও নাক দিয়ে রক্ত ঝড়তে থাকে। কিংকর্তব্যবিমুড় ভ্যান চালক ছেলে হাশেম আলী মা ও বাবাকে নিয়ে হাসপাতালে পৌছালে স্বামী-স্ত্রী ঘন্টার ব্যবধানে মারা যান।
শনিবার সকালে এক শোকবিধুর পরিবেশে পারিবারিক কবরস্থানে স্বামী-স্ত্রীকে দাফন করা হয়। হরিণাকুন্ডু থানার ওসি মোহাম্মদ আবু আজিফ জানান, শুক্রবার রাতে এমন মর্মান্তিক খবরের কথা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কোনো অভিযাগ না থানায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।